Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পারস্যের মহাকবি শেখ সাদীকে নিয়ে মঞ্চ নাটক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

আগামী ২৯ আগস্ট সন্ধ্যা ৬.৩০ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে মঞ্চস্থ হতে যাচ্ছে নাট্যদল চন্দ্রকলা থিয়েটারের ১৮তম মঞ্চনাটক পারস্যের মহাকবি শেখ সাদীর জীবন ও কর্ম নির্ভর নাটক শেখ সাদী। নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশনা ও নাম ভূমিকায় একক অভিনয় করেছেন এইচ আর অনিক। নাটকটির কাহিনী এক ঐতিহাসিক মূহুর্তকে ঘিরে। দিল্লীর যুবরাজ মুহম্মদ বুলবন তাঁর সময়কালে এক বিশ্ব কবি সম্মেলনের আয়োজন করেন যেখানে মূখ্য কবি হিসাবে আমন্ত্রন পান শেখ সাদী। শেখ সাদীর প্রিয় বন্ধু দিল্লীর কবি আমীর খসরু আমন্ত্রন পত্র রচনা করেন। রাষ্ট্রীয় সম্মান এবং বন্ধুর আহ্বানে উৎফুল্ল শেখ সাদী সম্মানিত এবং আনন্দে আপ্লুত হলেও বার্ধক্যজনিত কারণে দিল্লী আসতে পারেননি। স্বশরীরে না যাবার ক্ষেত্রে আরেকটি কারণ ছিল, শেখ সাদী চেয়েছিলেন তার অন্তিম বেলা কাটুক শিরাজী নগরীতে যেখানে তাঁর জন্ম, শৈশব-কৈশর ও যৌবন কেটেছে। ফলে সিরাজ ত্যাগ করে দিল্লীর সে যাত্রায় শেখ সাদী না গেলেও শেখ সাদী তার রচিত গুলিস্তা, বুলিস্তাসহ অন্যান্য রচিত গ্রন্থ তুলে দিয়েছিলেন শিরাজীতে অভ্যাগত দিল্লীর রাষ্ট্রীয় অতিথিদের হাতে যুবরাজ ও কবিবন্ধুর প্রতি সম্মানার্থে। ইতিহাসের এই সত্যকে ঘিরেই নাটকটি শুরু হয়। শেখ সাদীর পান্ডুলিপি প্রস্তুতি, চলমান মহড়া এবং মঞ্চায়নের প্রসঙ্গে নাটকের নির্দেশক এবং নাট্যাভিনেতা এইচ আর অনিক বলেন, নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু মাইকেল মধুসূদন, হেলেন কেলার নাটক রচনার সুবাধে ইতিমধ্যেই দর্শক সমাদৃত হয়েছেন। উপরন্তু শেখ সাদী নাটকটি তিনি ঢাকাস্থ ইরানিয়ান কালচারাল সেন্টারের রিভিউ কমিটিকে দেখিয়ে এবং সহায়ক পরামর্শ পেয়েছেন। আমি ও আমার দলীয় কর্মী নিয়ে ইতমিধ্যেই দিল্লীর যে সকল স্থানে শেখ সাদী ভ্রমন করেছেন সে সকল স্থানে গিয়েছি। আশা করছি, দর্শক একটি ভাল নাটক দেখতে পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ