Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগুনে ৫ ঘর পুড়ে ছাই

ভূমিমন্ত্রীর অর্থসহায়তা

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

চট্টগ্রামের আনোয়ারায় ভয়াবহ আগুনে ৫ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়। গত শুক্রবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর সৈয়দ বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রায়পুর সৈয়দ বাড়ির মো. ইউনুস সওদাগরের রান্নাঘরে আগুন লাগলে মূহুর্তেই তার আশপাশের ৫টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ইউনুচ সাওদাগরের ঘর ছাড়া মো. আবছার, মো.আব্বাস, মো.আক্কাস উদ্দিন ও মো. কামালের বসত ঘরে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ ইউনুস সওদাগর বলেন, রাতে আমরা ঘুমিয়ে ছিলাম, হঠাৎ পাশের লোকজনের চিৎকারে ঘুম ভাঙলে দেখি আগুন। কিভাবে আগুন লাগল জানিনা। কোন রকম ঘর থেকে বের হয়ে জানে বাঁচি। আগুনে লেলিহান শিখার কারণে ঘর থেকে কিছু বের করা সম্ভব হয়নি। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আনোয়ারা ফায়ার সার্ভিস কর্মকর্তা দুলাল মিত্র বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলা থেকে আগুন লাগতে পারে। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় জনগণও কাজ করায় আগুন তাড়াতাড়ি নিয়ন্ত্রে চলে আসে। এদিকে আগুনে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারকে স্থানীয় সাংসদ ও ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা প্রদান করেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমীন শরীফ দুপুরে ভূমি মন্ত্রীর সহায়তার নগদ অর্থ ক্ষতি গ্রস্থ পরিবারের মাঝে বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ