Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাদিয়ার চিকিৎসায় সাহায্যের আবেদন

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

দশ বছর বয়সী মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান সাদিয়ার জটিল রোগে আক্রান্ত। বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের ক্যান্সার বিষেশজ্ঞ ডা. মজিবুর রহমান খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে জানান, সাদিয়া সারকোমা ক্যান্সারে আক্রান্ত, তার উন্নত চিকিৎসা জরুরি, এতে প্রায় ৮ লাখ টাকার প্রয়োজন।

সাদিয়া ৫ম শ্রেণীর ছাত্রী ও ছাগলনাইয়ার উত্তর আধারমানিক গ্রামের দরিদ্র কৃষক মজিবুল হকের কন্যা। তাকে ২১ দিন পরপর কেমোথেরাপি দিতে হয়। ৬টা দেয়া হয়েছে। আরো ১১টা লাগবে। মেয়ের ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে পিতা ভিটামাটি বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছেন। তার পক্ষে আর চিকিৎসা খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি বাধ্য হয়ে সমাজের দানশীল, বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে মেয়ের চিকিৎসায় সাহায্যের আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা
মজিবুল হক
সঞ্চয়ী হিসাব নং ০০১২১০০০২১৪৭৬
সাউথইস্ট ব্যাংক,
ছাগলনাইয়া শাখা, ফেনী।
মোবাইল ০১৮১৭৩৫৫৪৮৯ (বিকাশ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ