বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে অন্তত ২০ শ্রমিক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার সকালে রওশন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, মে মাসের বকেয়া বেতন দাবিতে সকালে হাসান তানভীর ফ্যাশন ওয়্যারের শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করে।এক পর্যায়ে তারা জয়দেবপুর-চৌরাস্তা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে তুলে দেয়ার চেষ্টা করে।এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও বেধড়ক লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।প্রায় দেড় ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল শুরু হয়। তবে অবরোধে সড়কের উভয় পাশে তীব্র যানজট দেখা দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।