Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘বিএসএফের গুলিবর্ষণ স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হুমকি’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

ভারতের বি এস এফ কর্তৃক আখাউড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে চারশ মিটার জমি দখল, পিলার স্থাপন ও স্থানীয় সাধারন জনগণের উপর গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জনসেবা আন্দোলন।

বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি মুহাম্মাদ ফখরুল ইসলাম এক বিবৃতিতে বলেছেন, কয়েক দিন পর পরই বিভিন্ন পয়েন্ট বিএসএফ বাংলাদেশের সাধারন নাগরিকদের নির্যাতন করে। আখাউড়া সীমান্তে বি এস এফ বাংলাদেশী নাগরিকদের ওপর গলি চালিয়েছে। জমি দখল করে পিলার স্থাপন করেছে। সরকার তার কোন কড়া প্রতিবাদ পর্যন্ত করছেন না । দেশের জনগণ সরকারের নিকট এর কারণ জানতে চায়। এগুলো আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌত্বের ওপর মারাত্মক হুমকি। দেশের নাগরিকরা কোন ক্রমেই এসব মেনে নিতে পারেনা। তিনি বলেন, সরকারের উচিৎ এ সমস্ত নির্যাতন ও নিপীড়নের কড়া প্রতিবাদ করা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ