বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁওয়ে আলো আক্তার (১৯), সতিষ চন্দ্র পাল (৬৪) ও আলেমা বেগম (৪৫) নামের তিন জন পৃথক ঘটনায় আত্মহত্যা করেছে। গতকাল ঠাকুরগাঁও সদর থানা পুলিশ আত্মহত্যাকারীদের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ এলাকার খাদেমুল ইসলাম তার মেয়ে আলো আক্তারকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সিঙ্গের ডাঙ্গা গ্রামের ফিরজুল ইসলামের ছেলে মাহামুদুল ইসলাম সুমনের সাথে বিয়ে দেন ২৭ দিন আগে। গত মঙ্গলবার আলো আক্তার ঠাকুরগাঁওয়ে বাবার বাসায় বেড়াতে আসলে বৃহস্পতিবার রাতে আলোর মা তাকে নিজ কক্ষের বিছানায় লুটিয়ে থাকতে দেখেন। এসময় আলোর মুখ থেকে ফেনা বের হতে দেখে তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পারিবারিক কলহের জেরেই আলো বিষ খেয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
অপরদিকে একই ইউনিয়নের মৃত খগেন্দ্র নাথ পালের ছেলে সতিষ চন্দ্র পাল (৬৪) বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানায় এবং সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের মলানখুড়ি গ্রামের তৈয়বুর রহমানের স্ত্রী আলেমা বেগম (৪৫) তার শাশুড়ির সাথে ঝগড়া করে কীটনাশক পান করে আত্মহত্যা করার তথ্য জানান ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।