রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছবির অজ্ঞাত এই ব্যক্তির পরিচয় সনাক্ত করতে চায় মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ। বিগত ২০১৮ইং সালের ২৭ জুলাই বিকাল সাড়ে ৩ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে জোরারগঞ্জ ধানাধীন ৮ নং দূর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের ৯০৯ ব্রিকফিল্ডের উত্তর পাশে পানির ছড়ারপাড় থেকে অজ্ঞাত প্রায় ৪০ বছর বয়সী এই ব্যক্তির লাশটি উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। এ বিষয়ে ওইদিনই জোরারগঞ্জ থানায় একটি মামলা নং (৩২) দায়ের করা হয়। লাশের সুরতহাল এবং ময়না তদন্ত প্রতিবেদন মোতাবেক পুলিশ জানায় এই ব্যক্তিটিকে হত্যা করা হয়েছে এবং তার লাশ উল্লিখিত ঘটনাস্থলে ফেলে রাখা হয়। খুন হওয়া লাশের সাথে কোন প্রকার পরিচয়পত্র কিংবা স্থানীয় কেউ পরিচয় না জানায় এই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরবর্তিতে দীর্ঘ এই সময় ধরে মামলার তদন্ত কর্মকর্তাগণ বিভিন্নভাবে সন্ধান করেও অজ্ঞাত এই ব্যক্তির পরিচয় উদ্ঘাটন করতে পারেননি। ওই মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানার এসআই রিদোয়ানুল হক এই ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য গণমাধ্যমের সহযোগিতায় স্থানীয় এবং জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের মাধ্যমে অজ্ঞাত এই ব্যক্তির পরিচয় শনাক্ত করে মামলার কার্যক্রম পরিচালনার জন্য সহযোগিতা চেয়েছেন। এই ব্যক্তির সাথে যদি কারো রক্তের কিংবা আত্মীয়তার সম্পর্ক থেকে থাকে তাহলে জোরারগঞ্জ থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।