Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ১১:৪৭ পিএম


ঝালকাঠিতে ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, সরকারের বিভিন্ন সেক্টরের অর্জিত সাফল্যসমূহ, তথ্যপ্রযুক্তি যথাযথ ব্যবহার, জেন্ডার সমতা, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১২টায় সদর উপজেলার কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস। এতে দুই শতাধিক নারী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ আলী সরকার ও কীর্ত্তিপাশা ইউপি চেয়ারম্যান আবদুস শুক্কুর মোল্লা। জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালেহা খাতুন, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপী। মহিলা সমাবেশ শেষে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ