Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে দেশীয় অস্ত্রের মহড়া, আটক ৪৭

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ১১:৪১ পিএম

নৌকা বাইচ প্রতিযোগীতায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়ায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ইছামতি নদীতে ট্রলার থেকে দেশীয় অস্ত্রসহ ৪৭ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে গোপালপুর এলাকা সংলগ্ন ইছামতি নদী থেকে এদের আটক করা হয়। এ সময় ৫ টি রামদা, ২ টি হকিষ্টিক ও ৩ টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশীয় অস্ত্র নিয়ে ২ টি ট্রলার করে ইছামতি নদীতে ঘুরাঘুরি করার সময় স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ ২ টি ট্রলারে থাকা ৪৭ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ