Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুয়া খেলার দায়ে সরকারি চাকুরিজীবী ও ঠিকাদার আটক

নেত্রকোনা জেলা সংবাদদাতা ঃ | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ১১:৪০ পিএম

 জুয়ার খেলার দায়ে মান্নু রায়হান নোমান (৩৮) নামক এক সরকারি চাকুরিজীবী ও এমদাদ হোসেন (৪২) নামক এক ঠিকাদারকে আটক করেছে খালিয়াজুরী থানা পুলিশ।
আটককৃতরা হচ্ছে, নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের নূরপুর বোয়ালী গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে মান্নু রায়হান নোমান নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নের উপ-সহকারি ভ‚মি কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। মোহনগঞ্জ উপজেলার কমলপুর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে এমদাদ হোসেন একজন ঠিকাদার।
খালিয়াজুরী থানার এস আই মোঃ মোহর আলী জানান, বুধবার সন্ধ্যায় খালিয়াজুরী উপজেলার ইছাপুর বাজারের একটি পরিত্যক্ত ঘরে ওই দু’জনসহ তিন জনে মিলে তাস দিয়ে জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে ঝটিকা অভিযান চালানোর সময় একজন দৌঁড়ে পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ