Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গজারিয়ায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে আহত ১০

প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন।

গজারিয়ার ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনাকবলিত এলাকাটিতে যানজট সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় একটি বিকল হয়ে থেমে থাকা প্রাইভেট কারের (ঢাকা মেট্রো খ-১১-৪০৬৩) সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-৬৬৫১) যাত্রীবাহী বাসটির সংঘর্ষ হয়।
এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে আইল্যান্ডের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায় ও গাছটি মহাসড়কের অন্যপাশে গিয়ে পড়লে যান চলাচল বন্ধ হয় যায়। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে প্রায় ৯ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।
এ ঘটনায় প্রাইভেট কারের চালকসহ উভয় পরিবহনের ১০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের সহয়তায় তাদের ঢাকা পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গাছ কেটে রাস্তা পরিষ্কার করায় মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ