Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমার থেকে ভারত হয়ে ইয়াবা আসছে

পর্যালোচনা সভায় চট্টগ্রামের ডিআইজি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম


আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে কক্সবাজার সীমান্ত দিয়ে ইয়াবা পাচার কমে আসছে জানিয়ে চট্টগ্রামের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, এখন মিয়ানমার থেকে ভারত হয়ে ইয়াবা আসছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ তথ্য দিয়ে তিনি পুলিশ সুপারদের এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন। সভায় চট্টগ্রামসহ বিভাগের ১১ জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। তিনি বলেন, মিয়ানমারের ইয়াবা ভারত হয়ে কুমিল্লা, ব্রা²ণবাড়িয়া, জয়পুরহাট ও দিনাজপুর জেলার সীমান্তপথ দিয়ে বাংলাদেশে আসছে।

তিনি এসপিদের উদ্দেশে বলেন, মাদকের বিরুদ্ধে সবাই যে যুদ্ধ করছেন, তার কিছুটা সুফল এসেছে। একসময় কক্সবাজার-টেকনাফ সীমান্ত দিয়েই মিয়ানমার থেকে ইয়াবা আসত। সেখানে পুলিশের যে বলিষ্ঠ ভূমিকা বছরখানেক ধরে চলছে, সেজন্য কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবা আর তেমনভাবে আসছে না। জেলার এসপিদের সতর্ক থাকতে হবে। জঙ্গির বিরুদ্ধে যেভাবে জয়ী হয়েছি, মাদকের বিরুদ্ধে যুদ্ধেও অচিরেই জয়ী হতে পারব। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় স¤প্রতি গুজব প্রতিরোধে পুলিশের ভূমিকা নিয়েও কথা বলেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, গুজব প্রতিরোধে পুলিশ অতুলনীয় ভ‚মিকা রেখেছে। এখন আর গুজব নেই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ