Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হালদা রক্ষায় স্থানীয়দের এগিয়ে আসতে হবে’

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

 এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা পাড়ে হালদা দূষণরোধ ও জীব বৈচিত্র রক্ষায় জনসচেতনতা কার্যক্রম উদ্বোধন ও হালাদা নদীতে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান গত মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে গড়দুয়ারা ইউনিয়নের হালদা পাড়ের নয়াহাটে অনুষ্ঠিত হয় ।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ। তিনি বলেন, হালদা রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসতে হবে। সচেতন না হলে শুধু অভিযান, ধর পাকড় কিংবা জরিমানা করে সম্ভব হবেনা তা শতভাগ রক্ষা করা। এর জীব বৈচিত্র, দূষণরোধ, মা মাছ রক্ষা তথা গোটা হালদাকে বাঁচাতে হলে স্থানীয়রা এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, উপজেলা সহকারী কমিশনার ভ‚মি সম্রাট খীসা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার, উত্তর মার্দাশা চেয়ারম্যান মনজুর হোসেন চৌধুরী মাসুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, এনজিও সংস্থা আইডিএফ এর ডেপুটি কোঅডিনেটর সুর্দশন বড়–য়া ও স্থানিয় ডিম সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ