প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেতা ও নাট্যনির্মাতা মীর সাব্বির এবার নিজের নামে ইউটিউব চ্যানেলে খুললেন। ঈদের আগেরদিন মীর সাব্বির নামে তার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয় মীর সাব্বিরের একটি স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে। সেদিনই তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ঈদের বিশেষ নাটক ‘বাপ বেটার কাপল টিকেট’। বরিশালের ভাষায় নির্মিত এ নাটকটি নির্মাণ করেছেন মীর সাব্বির। রচনাও করেছেন তিনি। এরইমধ্যে নাটকটি ১১ লাখের বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। নিজের নামে ইউটিউব চ্যানেল প্রকাশ করা প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘সত্যি বলতে কী অনেক গল্প, অনেক ভাবনা নিয়ে নাটক নির্মাণের ইচ্ছে থাকে। কিন্তু নানা ধরনের প্রতিবন্ধকতার কারণে সেগুলো আর নির্মাণ করা সম্ভব হয়ে উঠেনা। এছাড়াও আমার নিজের মতো করে কিছু কাজ করারও ইচ্ছে ছিলো বহুদিন ধরেই। নিজের মতো করে নাটকে মত প্রকাশেরও সুযোগ থাকবে এখন আমার ইউটিউব চ্যানেলে। আমি দর্শকের কাছে কৃতজ্ঞ যে তারা আমার ইউটিউব চ্যানেলটি স্বাদরে গ্রহণ করেছেন। আমার অভিনীত নাটক উপভোগ করছেন। তিনি বলেন, আমরাতো শ্রম দেই দর্শকের জন্যই। দর্শকের ভালোলাগার মধ্যেই আমাদের নিজের সাফল্য খুঁজে পাই। আমি চেষ্টা করবো ভালো ভালো গল্পের নাটক দর্শককে উপহার দিতে।’ মীর সাব্বির জানান শুধুই নাটক নয় নানান ধরনের ভিন্ন আঙ্গিকের অনুষ্ঠানও তার চ্যানেলে প্রকাশ পাবে। মাত্র এক সপ্তাহেই মীর সাব্বির ইউটিউব চ্যানেলেটির সাবস্ক্রাইবার হয়েছেন ২২২৮৮ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।