Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নতুন ধারাবাহিক নাটক বেমানান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘বেমানান’। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মৌসুমী হামিদ, শ্যামল মওলা, তাসনুভা তিশা, বিজরী বরকতউল্লাহ, লুৎফর রহমান জর্জ, নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু, কাজী উজ্জ্বল প্রমুখ। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮ টায় প্রচার হচ্ছে নাটকটি। অসম সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা এবং বর্তমানেও সাধারনভাবে প্রতিষ্ঠিত একটি ধারণা হচ্ছে যে, স্বামী স্ত্রীর চাইতে বয়সে বড় হবেন এবং বয়সের পার্থক্য ৪-৬ বছর হলে খুব ভালো। এই ধারাবাহিকের তিন জোড়া দম্পতি কেউই প্রতিষ্ঠিত এই ধারণাকে মেনে চলেননি। এক জোড়ার স্বামী স্ত্রীর চাইতে ২১ বছরের বড়, আরেক জোড়ার স্ত্রী স্বামীর চাইতে ৬ বছরের বড়, আরেক জোড়া একেবারে কাঁটায় কাঁটায় সমবয়সী। একই অ্যাপার্টমেন্টে বসবাসকারী এই তিন জোড়া দম্পতির সম্পর্কের জটিলতা, টানাপোড়েন এবং হাস্যরসাত্মক নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ