Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনহিতকর কাজেও পুলিশ বাধা দিচ্ছে ও গ্রেফতার করছে -রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৯, ৫:৩৩ পিএম

ডেঙ্গু প্রতিরোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণমানুষের দল হিসেবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন ডেঙ্গু সম্পর্কে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণের মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। ডেঙ্গু প্রতিরোধে যেখানে সরকার সম্পূর্ণ ব্যর্থ, সেখানে লিফলেট বিতরণের মত একটি জনহিতকর কর্মসূচি পালনকালেও পুলিশ বাধা দিয়ে, গ্রেফতার করে এটিই প্রমাণ করছে যে, তাদের ব্যর্থতা জনগণের সামনে উন্মুক্ত হচ্ছে লিফলেট বিতরণের কারণে। মঙ্গলবার (২০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, গত ১৮ আগস্ট ছাত্রদলের মেডিকেল কলেজের ছাত্রনেতৃবৃন্দ-এর উদ্যোগে বিএসএমএমইউ ক্যাম্পস ও পাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণের সময় মোঃ রুবেল নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে গতকাল জেলহাজতে পাঠিয়েছে। রুবেলকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, ব্যর্থতা ঢাকতেই তারা বিএনপি’র জনকল্যাণমুখী কাজেও বাধা দিচ্ছে। দেশের অর্থনীতি পঙ্গু, আইন শৃঙ্খলার চরম অবনতি; খুন, ধর্ষণ, বন্যা, ডেঙ্গু প্রতিরোধসহ সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে হামলা, মামলা, গ্রেফতারের মাধ্যমে সরকার টিকে থাকতে চায়। তিনি আটককৃত রুবেলের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজভী

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ