Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বখাটের অস্ত্রের আঘাতে সাংবাদিকসহ আহত ২

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ধারালো অস্ত্রের কোপে এনটিভি ঠাকুরগাঁও প্রতিনিধি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুসহ ২জন আহত হয়েছে। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত আরেকজন লুৎফর রহমান মিঠুর বন্ধু সাদেকুল ইসলাম সাদিক।
গতকাল রোববার দুপুর পৌনে ৪টায় শহরের বাজার পাড়াস্থ নিজ বাড়িতে প্রবেশ করার সময় রাস্তার উপরেই অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় বখাটে আবু সাঈদ বাপ্পিকে আটক করেছে পুলিশ।
আহত লুৎফর রহমান মিঠু জানান, বাড়িতে প্রবেশ করার সময় গেটের পাশেই অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল বাপ্পি। কোন কিছু বুঝে ওঠার আগেই ধারালো চাপাতি দিয়ে মাথায় কোপায়।
এসময় তার বন্ধু সাদিক বাঁধা দিলে তাকেও জখম করে। চিৎকার করলে আশপাশের লোকজন আহত দুজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বখাটে বাপ্পিকে আটক করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ