প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবারের ঈদে শাকিব অভিনীত একমাত্র সিনেমা জাকির হোসেন রাজু পরিচালিত মনের মতো মানুষ পাইলাম না। সিনেমাটি নিয়ে প্রত্যাশা থাকলেও সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। ঈদের প্রায় এক সপ্তাহ পার হয়ে গেলেও সিনেমাটির ব্যবসায়িক চিত্র অত্যন্ত হতাশাজনক। ঢাকাসহ দেশের ১৫৪টি সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমাটির ব্যবসায়িক সাফল্য নিয়ে হল মালিকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বেশ হতাশ হয়ে বলেন, এবার ঈদের ছবি নিয়ে আমরা ভীষণ হতাশ। ঈদের এক সপ্তাহ পার হতে চললো। অথচ দর্শকদের তেমন কোনো সাড়া নেই। আমরা আশায় থাকি শুক্রবার ছুটির দিনে দর্শক সমাগম বেশি হবে। এই দিনে ভালো সেল হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু শুক্রবার সকালের শোয়ে তেমন দর্শকই আসেনি। আমি শ্যামলী হলের মালিকের সঙ্গে কথা বললাম সেখানেও একই অবস্থা। নওশাদ বলেন, আমরা মনে হচ্ছে মনের মতো মানুষ পাইলাম না ছবিটা খুব তাড়াহুড়ো করে নির্মাণ করা হয়েছে। গল্পটা তেমন জমেনি। এর আগে শাকিব অভিনীত শিকারী, নবাব, নাকাব, ছবিগুলো কিন্তু ভালো ব্যবসা সফল ও প্রশংসিত হয়েছে। কেন ওই ছবিগুলো মানুষ দেখেছে তা খুঁজে বের করতে হবে। এ কথা আমি শাকিবকেও বলেছি। একজন প্রযোজক পেলাম আর একটা ছবি বানিয়ে ফেললাম, এই ভাবনা থেকে আমাদের বের হতে হবে। ছবির প্রযোজক, নির্মাতা ও অভিনেতা অভিনেত্রী সবাই মিলে বেশ চিন্তা ভাবনা করে তবেই লগ্নি করা উচিৎ। সিনেমার দুর্দিনে সবাই আরও বেশি সচেতন না হলে সিনেমা হল বাঁচবে না। ৫২টি সিনেমা হলে মুক্তি পাওয়া রোশান ও ববি অভিনীত বেপরোয়া নিয়ে নওশাদ বলেন, এই ছবিটির ব্যবসায়িক অবস্থা আরও খারাপ। তবে ছবিটি ভালো ছিল। অনেক ভালো মানের একটা ছবি। এর আগেও হলে মুক্তি পেয়েছিল ছবিটি। উল্লেখ্য, মনের মতো মানুষ পাইলাম না সিনেমাটির চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। প্রযোজনা করেছে দেশ বাংলা মাল্টিমিডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।