Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রাচ্যনাটের পান্ডুলিপি কর্মশালা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

নাট্যদল প্রাচ্যনাট তাদের ‘প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন’ এবং ‘শিশুদের জন্য দিনব্যাপি কর্মশালার’ পাশাপাশি এবার আয়োজন করতে যাচ্ছে পান্ডুলিপি কর্মশালা। কর্মশালায় প্রশিক্ষণ দেবেন নাট্যকার, অভিনেতা ও নির্দেশক আজাদ আবুল কালাম। বর্তমানে ভিজ্যুয়াল মিডিয়ামে (টেলিভিশন, সিনেমা ও অনলাইন প্ল্যাটফর্মে) কাজের সুযোগ ব্যাপক। কিন্তু সেই অনুপাতে দক্ষ পান্ডুলিপি রচয়িতার অভাব রয়েছে। যে কোনো শিল্পচর্চার জন্যই করণকৌশল জানা দরকার। আর পান্ডুলিপি রচনার কৌশল সম্পর্কে জানাতেই প্রাচ্যনাটের এই আয়োজন। কর্মশালাটি ২৩ আগস্ট শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর শেষ হবে। এক মাসে মোট ৮টি ক্লাস প্রতি শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা ও শনিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। কোর্স ফি ৫,০০০ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ