প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ জাবারিয়া জোড়ি
২ খান্দানি শাফাখানা
৩ জাজমেন্টাল হ্যায় কেয়া
৪ সুপার থার্টি
৫ কবির সিং
জাবারিয়া জোড়ি
শৈশবে অভয় (সিদ্ধার্থ মালহোত্রা) আর বাবলি ( পরিনীতি চোপড়া) ঘনিষ্ঠ বন্ধু ছিল। এর মধ্যে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। অভয় অপরাধী চক্রে যোগ দেয় আর অন্য দিকে বাবলির শঙ্কা তার কোনোদিন বিয়ে হবে না। অভয়ের বিশেষত্ব হল সে যৌতুক চায় যেসব বর তাদের ওপর চাঁদাবাজি করা এক ধরণের ভাল কাজ বলে তার বেশ জনপ্রিয়তা আর পরিচিতি আছে। বাবলির এক বান্ধবীর বর খোঁজার কাজ নিয়ে আবার সিদ্ধার্থ আর বাবলি কাছাকাছি আসে। আবার তাদের অন্তরঙ্গতা হয়। বাবা হুকুম সিংয়ের (জাভেদ জাফরি) সঙ্গে অভয়ের দ্বন্দ্ব থাকলেও সে বাবার হয়ে কাজ করে। বাবার হয়ে একটি নতুন কাজ শুরু করে অভয় যার কারণে বাবলির সঙ্গে ছাড়াছাড়ির শঙ্কা দেখা দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।