Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

১ হবস অ্যান্ড শ
২ দ্য লায়ন কিং
৩ স্কেরি স্টোরিজ টু টেল ইন দ্য ডার্ক
৪ দ্য অ্যাংরি বার্ডস মুভি টু
৫ ডোরা অ্যান্ড দ্য লস্ট সিটি অফ গোল্ড


স্কেরি স্টোরিজ টু টেল ইন দ্য ডার্ক
আন্দ্রে অভরিদাল পরিচালিত হরর ফিল্ম ‘স্কেরি স্টোরিজ টু টেল ইন দ্য ডার্ক’। ‘দি অটোপসি অফ জেন ডো’ (২০১৬) ‘ট্রলহান্টার’ (২০১০) এবং ‘ফিউচার মার্ডার’ (২০০০) অভরিদাল পরিচালিত চলচ্চিত্র। একই নামের উপন্যাস সিরিজ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত। মিল ভ্যালি শহরের বাসিন্দারা কয়েক প্রজন্ম ধরে বেলোজ পরিবারকে এড়িয়ে চলে। শহরের শেষ প্রান্তে তাদের বিশাল বাড়ি। স্যারা বেলোজ এই পরিবারেরই এক তরুণী। স্যারা তার বিপর্যস্ত জীবন নিয়ে একটি বই লিখেছিল অনেক আগে। কথিত আছে এই বইয়ের ভয়ানক গল্পগুলো পড়লে তা বাস্তবে পরিণত হয়। একদল কিশোর-কিশোরীর হাতে এই বইটি পড়ে। তারা বইটি পড়া শুরু করলে তাদের জীবনের আতঙ্ক একে একে বাস্তবে পরিণত হতে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ