Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবাদে ঝিনাইদহে গ্রামবাসীর মানববন্ধন

পরিবহন শ্রমিককে কুপিয়ে জখম

ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ঝিনাইদহে পরিবহণ শ্রমিক আমিরুল ইসলাম হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল রোববার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের নৃসিংহপুর এলাকায় এ কর্মসূচীর আয়োজন করে এলাকাবাসী। কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে আহত আমিরুলের স্বজন ও গড়িয়ালা গ্রামবাসী অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন আহত আমিরুল ইসলামের বড় ভাই মনিরুল ইসলাম, ছেলে নাজমুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি শাহীনুল ইসলামসহ অন্যান্যরা। বক্তারা বলেন, গত ৫ আগষ্ট রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করেন।
এ ঘটনায় আমিরুলের পিতা আছির উদ্দিন মন্ডল বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার ৯ দিন পেরিয়ে গেলে পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। উল্টো আসামিরা তাদের নানা ভাবে হুমকী দিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ