Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাক তুলতে গিয়ে পেটে গেল জোঁক

অভ্যন্তরীণ ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৯, ২:১১ পিএম

শাক তুলতে গিয়ে এক স্কুলছাত্রীর পেটে জোঁক প্রবেশের ঘটনা ঘটেছে। বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ওই ছাত্রীর পেটে জোঁক প্রবেশ করে। এতে ঐ ছাত্রীর প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হলে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। পরে পেট থেকে জোঁক বের করা হয়।

ঐ ছাত্রীর পরিবার অভিযোগ তাদের মেয়েকে স্কুলের মাঠ থেকে শাক তুলতে পাঠায় নাসিমা নামের এক শিক্ষিকা। এরপরই এই অবস্থা হয়। তবে অভিযুক্ত ঐ স্কুলের শিক্ষিকা অভিযোগ অস্বীকার করে বলেন, স্কুল ছুটির পর কিছু ছাত্র ছাত্রী পানিতে নেমে দুষ্টুমি করে। এতে আমি বকাঝকা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেই। আমরা শাক তুলতো কাউকে নির্দেশ করিনি।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জিয়া উদ্দিন বলেন, ঐ ছাত্রীর অবস্থা এখন স্বাভাবিক। পেট থেকে জোঁক অপসারণ করা হয়েছে।



 

Show all comments
  • Muhammad Salmaan ১৮ আগস্ট, ২০১৯, ২:৪২ পিএম says : 0
    পেটের ভিতর জোঁক ঢুকলে চিকিৎসক কিভাবে, অপারেশন ছাড়াই বের করে আনলেন? আর পাকস্হলীতে গেলে তো,মুখের ভিতর দিয়েই প্রবেশ করেছে! উপায় কি?
    Total Reply(0) Reply
  • আমির হোসেন ১২ সেপ্টেম্বর, ২০২১, ১:৫৫ পিএম says : 0
    অপারেশন ছাড়া ঝোঁক টা কিভাবে বাহির করল? এবং পেটে ঝোঁক থাকলে করনীয় কি এবং কিভাবে বাহির করতে হবে?
    Total Reply(0) Reply
  • sagor sn ২৬ নভেম্বর, ২০২১, ৯:৫৭ পিএম says : 0
    একজনের নুনু দিয়ে পেটে জোক গেছে ২/৩বছর পযন্ত আছে এখনি কি করলে বের করতে পারবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ