Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা-মেয়েকে ধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামে মা-মেয়েকে গণ-ধর্ষণের অভিযোগে চার ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন। দণ্ডিতরা হলেন জেলার সাতকানিয়া উপজেলার কেওচিয়া গ্রামের রিদওয়ান রহমান, কোরবান আলী,রুবেল চৌধুরী ও আব্দুর রহিম।এরমধ্যে আব্দুর রহিম ও কোরবান আলী বর্তমানে হাজতে আছেন। বাকি দুজন পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিঁপিঁ জেসমিন আক্তার বলেন, ২০১৪ সালের ১৪ জুন দুর্বৃত্তরা সাতকানিয়া উপজেলার কেওচিয়া গ্রামের এক মহিলার ঘরে ঢুকে তাকে ও তার সৎ মেয়েকে রাতভর ধর্ষণ করেন। এ ঘটনায় ওই মহিলা বাদী হয়ে পরদিন সাতকানিয়া থানায় একটি মামলা করেন। এতে ৫ জনকে আসামি করা হয়। মামলা তদন্ত শেষে ২০১৪ সালের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। এতে পাঁচজনকে আসামি দেখানো হয়। এর মধ্যে মাকসুদ হাসান নামে একজন আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার শিশু আদালতে ন্যস্ত করেছেন বিচারক। ২০১৫ সালের ৯ এপ্রিল আদালত ৪ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। মোট ১২ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য নেওয়া হয়। পরে আদালত ৪ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ