Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসএফের হাতে আটক ৯ জেলে দেশে ফিরল

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীর চারঘাট সীমান্তে পদ্মা থেকে পাল্টাপাল্টি আটকের শিকার বাংলাদেশ ও ভারতের ২০ জেলে বাড়ি ফিরেছে।
বুধবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয় বলে বিজিবির ১ ব্যাটালিয়নের চারঘাট বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আলী জানান। তিনি বলেন, রাত ৯টার দিকে বাংলাদেশের চকপাড়া ও ভারতের কাগমারী সীমান্তের মধ্যবর্তী বালুচর এলাকায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে জেলেদের ফিরিয়ে ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়।
বৈঠকে বিজিবির চারঘাটের কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আলী ও বিএসএফের কাগমারী ক্যাম্পের এসি সঞ্জয় কুমার নেতৃত্ব দেন।
বুধবার বেলা ১১টার দিকে চারঘাটের সীমান্ত এলাকা চকপাড়া ও সাড়িয়াখাল এলাকার পদ্মা নদী থেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ নয় বাংলাদেশিকে জেলেকে ধরে নিয়ে যায় বিএসএফ। এরপর বিজিবি সদস্যরাও ওই নদী থেকে ১১ ভারতীয় জেলেকে ধরে নিয়ে আসে।
ওইদিন বিকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পতাকা বৈঠকের জন্য একে অপরকে চিঠি দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ