Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ময়মনসিংহে ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

ময়মনসিংহ অফিস : জেলার শহরতলী ঘাঘড়া এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে সুলতান মিয়া (১৭) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘাঘড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত সুলতান মিয়া স্থানীয় ডিকেজিএস ইউনাইটেড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি সদর উপজেলার উজান ঘাগড়া গ্রামে।
নিহতের বুকে দুটি আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পার্শ্ববর্তী পাড়াইল গ্রামের ফরহাদকে খুঁজছে পুলিশ। তবে ওই ছাত্রকে হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে বন্ধু ফরহাদ সুলতানকে বাড়ি থেকে ডেকে নিয়ে মোটরসাইকেলে করে বেরিয়ে যায়। এরপর সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী তালতলা চৌরাস্তা বাজারে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় বাজারের লোকজন সুলতানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুলতানের বাবার অভিযোগ, পাশের পাড়াইল গ্রামের আব্দুল জ্বারের বখাটে ছেলে ফরহাদ তার ছেলেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ