রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একমাত্র রেল স্টেশন মহিমাগঞ্জে ঢাকাগামী সকল আন্ত:নগর ট্রেনের স্টপেজের দাবিতে গত শুক্রবার বিকেলে স্টেশন প্লাটফর্মে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গোবিন্দগঞ্জ উপজেলাবাসীর ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ দাবির সাথে একাত্মতা ঘোষণা করে মানবন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন চালাকালে বক্তব্য রাখেন, আহসান হাবীব, অধ্যাপক জহুরুল ইসলাম, খুরশীদ আলম পলাশ, দেওয়ান এমদাদুল হক পলিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, রংপুর বিভাগের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ উপজেলা। এই উপজেলার একমাত্র ও ঐতিহ্যবাহী রেলস্টেশন মহিমাগঞ্জ। কিন্তু যাত্রীর চাহিদা থাকা সত্তে¡ও এখানে ঢাকাগামী কোন আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি নেই। ফলে এ অঞ্চলের ঢাকাগামী যাত্রীদের নানা দুর্ভোগ পোহাতে হয়। তাই এ অঞ্চলের যাত্রীদুর্ভোগ লাঘবে অবিলম্বে মহিমাগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী সকল আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি দেয়ার দাবি জানান। অন্যথায় রেলপথ অবরোধসহ ভবিষ্যতে আরও বড় ধরণের আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন তাঁরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।