বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুর অফিস : দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহত সাইব উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সাইব উদ্দিনের বাড়ি উপজেলার মমিনপুর ইউনিয়নের রোস্তমনগর ডুঙ্গুপাড়ায়।
জানা গেছে, নয় শতাংশ জমি নিয়ে রোস্তমনগর ডুঙ্গুপাড়ার সাইব উদ্দিন, তার বড় ভাই মোমিনুল ও ছোট ভাই জামিলের সঙ্গে তাদের ফুফু মোমেনা খাতুনের বিরোধ চলছে। বুধবার বিকেলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার দিনগত রাত ১২টার দিকে মোমেনা খাতুনের ভাড়াটে লাঠিয়াল বাহিনী সাইব উদ্দিনদের বাড়িতে হামলা চালায়। এতে সাইব উদ্দিন, মোমিনুল, জামিল, তাদের মা মমিরন নেছা, সাইব উদ্দিনের স্ত্রী জাহানারা ও মেয়ে শাহনাজ আহত হন। গুরুতর অবস্থায় সাইব উদ্দিন, মোমিনুল, জামিল ও মমিরন নেছাকে রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে এবং জাহানারা ও শাহনাজকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ বৃহস্পতিবার ভোরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইব উদ্দিন মারা যান।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।