Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভেনম’ সিকুয়েল পরিচালনা করবেন অ্যান্ডি সার্কিস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

চলচ্চিত্র নির্মাতা হিসেবে অ্যান্ডি সার্কিসের যতটা পরিচয় তার চেয়ে তাকে চলচ্চিত্রের দর্শকরা ‘লর্ড অফ দ্য রিংস’ এবং ‘দ্য হবিট’ সিরিজের গলাম স্মিগল এবং ‘প্ল্যানেট অফ দি এপস’ সিরিজের বুদ্ধিমান প্রাইমেট সিজারের পেছনের অভিনেতা হিসেবেই বেশি চেনে। পাশাপাশি পরিচালনাও শুরু করেছেন তিনি ২০১৭ থেকে। পরিচালক হিসেবে এযাবৎ সবচেয়ে বড় দায়িত্ব পেয়েছেন তিনি কয়েকদিন আগে। আনুষ্ঠানিকভাবে তিনি ‘ভেনম’ চলচ্চিত্রের সিকুয়েল পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এর কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন সোনি পিকচার্সের নির্বাহীদের সঙ্গে চলচ্চিত্র পরিচালনার জন্য তার আলাপ চলছে। সিকুয়েলটিতে এডি ব্রুক্স/ ভেনম চরিত্রে ফিরবেন টম হার্ডি। কাহিনীতে ব্রুক্স একজন সাংবাদিক যার ওপর এলিয়েন সত্তা সিমবায়োট ভর করলে সে ভেনম নামে সুপারহিরোতে পরিণত হয়। চলচ্চিত্র নির্মিত হবে কেলি মার্সেলের চিত্রনাট্যে। শেষ পর্বটি পরিচালনা করেছিলেন রুবেন ফ্লেইশার হার্ডির সঙ্গে অভিনয়ে ছিলেন মিশেল উইলিয়ামস আর শেষ মুহূর্তে ক্লিটাস ক্যাসেডি/ কার্নেজের ভূমিকায় যুক্ত হয়েছিলেন উডি হ্যারেলসন। ২০১৭তে বায়োপিক ‘ব্রিদ’ দিয়ে পরিচালনায় সার্কিসের অভিষেক হয় আর গত বছর তার পরিচালনায় ‘মোগলি : লেজেন্ড অফ দ্য জাঙ্গল’ মুক্তি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ