Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দরিদ্রদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

মাদারীপুরের কালকিনি উপজেলার কাজিবাকাই এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন পশ্চিম খান্দুলী দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী চাল ডাল তেল দুধ চিনি সেমাই বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পশ্চিম খান্দুলী ঈদগাহ মাঠে উক্ত বিতরনী কর্যক্রম সম্পন্ন করা হয়। পশ্চিম খান্দুলী দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. আজিজুল হক তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুবিন তালুকদারের সার্বিক পরিচালনায় এসময় প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গির আলম মৃধা, ডাসার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. সেন্টু তালুকদার, ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আ. জলিল, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার সোসাল টি.এম জহিরুল, সমাজসেবক সামচুল হক বয়াতী, আ. রাজ্জাক তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এমন উদ্যোগ চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ