Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গরমে বিক্রি বেড়েছেওয়ালটন এসি’র

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : গরমে বিক্রি বেড়েছে ওয়ালটন এয়ারকন্ডিশনারের। বিশ্বমানের দেশীয় ব্রান্ড ওয়ালটন এসি এখন দেশজুড়ে আস্থার ব্রান্ডের নাম। প্রতি মাসে এর বিক্রয় বৃদ্ধি সূচক থেকে এসব কথা জানিয়েছেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলেন, ওয়ালটন ফ্রিজ এখন দেশে বিক্রির শীর্ষে। এলইডিটি টিভিও মানুষের মন জয় করে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। মোবাইল-এয়ারকন্ডিশনার (এসি) বিক্রিও এগিয়ে যাচ্ছে সমান তালে। দেশজুড়ে যেখানে বিদ্যুৎ সেখানেই পৌঁছে গেছে জনপ্রিয় ব্রান্ড ওয়ালটনের পণ্য। জানা গেছে, প্রচ- গরম থেকে স্বস্তি দিতে ওয়ালটন এসি এখন বিশেষ মূল্য ছাড়ে বিক্রি হচ্ছে। সকল এসিতে দেয়া হচ্ছে ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এছাড়া নিয়মিত ৩ বছরের ওয়ারেন্টিতো থাকছেই। ওয়ালটনের মালিবাগ শো-রুমের একজন বিক্রয়কর্মী জানান, গরম উপলক্ষে ওয়ালটন এসি এখন বিশেষ ছাড়ে বিক্রয় হচ্ছে। চাহিদা ও উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এর দাম কমানো সম্ভব হয়েছে। বিভিন্ন আর্কষণীয় রং, মনোলোভা ডিজাইন ও মডেলে পাওয়া যাচ্ছে ওয়ালটন এসি। তাছাড়া হোম ডেকারেটর অনুযায়ীও এসি কিনতে পারছেন ক্রেতারা। এজন্য কয়েকদিন আগে অর্ডার করতে হয়। এবং সংখ্যায় একটু বেশি পরিমাণে অর্ডার দিতে হয়। তিনি জানান, ওয়ালটন ১ টন এসি ডব্লিউ-৩৫ জিডব্লিউ বিক্রি হচ্ছে মাত্র ৩৫ হাজারা টাকায়। দেড় টন এসি ডব্লিউ-৫০ জিডব্লিউ বিক্রি হচ্ছে ৪৪ হাজার ৯শ টাকায়। ২ টন এসি ৭০-জিডব্লিউ এখন বিক্রি হচ্ছে মাত্র ৫৪ হাজার ৬শ টাকায়। আন্তর্জাতিক মানের দেশীয় এই ব্রান্ডের এসি দেয় সঠিক বিটিইউ’র নিশ্চয়তা। আর এর রয়েছে ১২০০০-২৪০০০ বিটিইউ- আওয়ার এর অ্যাবেলেবল ক্যাপাসিটি। আন্তর্জাতিক অনেকগুলো সার্টিফাইড অথরিটির এই ব্রান্ডের রয়েছে নানান বৈশিষ্ট। কম বিদ্যুৎ খরচ। এএএ কেটনোলজি, ১০০ পার্সেন্ট কপার টিউব। ডিহিউমিডিফিকেশন মোড। ডুয়াল মোড হিটিং এন্ড কুলিং (অপশনাল)। মাল্টি-ডিরেকশনাল এয়ারফ্ল সিস্টেম। বিশ্বখ্যাত দীর্ঘস্থায়ী ও বিদ্যুৎ সাশ্রয়ী কম্প্রেসর। ওয়ালটনের এসি বিভাগের একন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ওয়ালটন এসি তৈরি হয় ০.৫ এমএম পুরুত্বেও কপার টিউব দিয়ে যার ফলে ঠা-া সুষম ও দীর্ঘস্থায়ী হয়। অথচ সাধারণ এয়ারকন্ডিশনার তৈরি হয় ০.৩ এমএম পুরুত্বেও কপার অ্যালমুনিয়াম টিউব দিয়ে ফলে ইভাপরেটর ও কনডেন্সার লিকেজ হবার সম্বাবনা থাকে খুব বেশি এবং স্থায়ীত্ব হয় কম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরমে বিক্রি বেড়েছেওয়ালটন এসি’র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ