বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রায় ২৫ ঘণ্টার চেষ্টার পর অবশেষে আটকানো সম্ভব হয়েছে কোরবানি দেয়ার সময় ১১ জনকে আহত করে ছুটে যাওয়া সেই মহিষটিকে। মঙ্গলবার দুপুরের দিকে ভুঞাপুর থেকে মহিষটি ধরা হয়। পরে মালিকের কাছে মহিষটি হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে ভুঞাপুর থানা সূত্রে জানা যায়, মহিষটিকে উদ্ধারের জন্য ঢাকা থেকে প্রাণিসম্পদের একটি টিম আসেন। পরে তারা নৌকায় নিকলা বিলে অবস্থানরত মহিষটিকে ইনজেকশন পুশ করেন। এরপর আস্তে আস্তে মহিষটি দুর্বল হয়ে নিস্তেজ হয়ে পড়ে। পরে সেটিকে উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়। মালিক ইতোমধ্যেই মহিষটিকে বাড়ি নিয়ে চলে গেছেন।
প্রসঙ্গত, সোমবার সারাদিন ও রাত চেষ্টা করেও মহিষটিকে উদ্ধার করা যায়নি। এর আগে ওই মহিষের শিংয়ের গুতোয় অন্তত ১১ জন আহত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।