বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈদ উপলক্ষে শতভাগ পোশাক কারখানায় বেতন-বোনাস দেয়া হয়েছে বলে দাবি করেছে তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা করা হয়।
বিজিএমইএ জানায়, তৈরি পোশাক কারখানাগুলোর মধ্যে ২৭৮টি কারখানার বেতন-বোনাস দেয়ার বিষয়ে ঝুঁকিতে ছিল। বিজিএমইএ এই কারখানাগুলো নিবিড়ভাবে মনিটরিং করে। এ ছাড়া ৪৭টি কারখানার বেতন-বোনাস বিজিএমইএ’র মাধ্যমে দেয়া হয়।
বিবৃতিতে বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, বেতন-বোনাস দেয়া হয়নি আমাদের জানা মতে এমন কোনো কারখানা নেই। শ্রমিকরা আমাদের পরিবারের অংশ। আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদ আনন্দে অংশ নিতে শতভাগ কারখানায় বেতন-বোনাস দেয়া হয়েছে। পাশাপাশি কারখানাগুলোও ছুটি ঘোষণা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।