প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নানা বৈচিত্র্যে সাজানো হয়েছে এবারের বিটিভির বিশেষ অনুষ্ঠান আনন্দমেলা। অনুষ্ঠানটির উপস্থাপনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি ও চিত্রনায়ক ফেরদৌস। এই অনুষ্ঠানেই প্রথমবারের মতো উপস্থাপনা করলেন পপি। উপস্থাপনার পাশাপাশি দুজনেই দুটি গানের সঙ্গে পারফর্ম করেছেন। পপি নেচেছেন তার অভিনীত ‘রানী কুঠির বাকি ইতিহাস’ ছবির ‘আমার মাঝে নেই এখন আমি’ গানের সঙ্গে। আর ফেরদৌস পারফর্ম করেছেন তার অভিনীত ‘হঠাৎ বৃষ্টি’ ছবির ‘সোনালি প্রান্তরে’ গানটির সঙ্গে। উপস্থাপকদের সঙ্গে একটি অংশে অংশ নিয়েছেন অভিনেতা আল মনসুর। একই অনুষ্ঠানে একটি গুজরাতি গানের সঙ্গে প্রায় ১৫ বছর পর বিটিভির ঈদ আনন্দমেলায় নৃত্য পরিবেশন করলেন অভিনেত্রী তারিন। তিনটি গানেরই কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। ব্যান্ড চিরকুট এসেছে তিনটি গানের কোলাজ নিয়ে। চিশতি বাউল গেয়েছেন ‘যদি থাকে থাকে নাসিবে’। শচিনদেব বর্মণের ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা’ গানটি নতুন করে সংগীতায়োজনে গেয়েছেন নজরুলসংগীত শিল্পী ফাতেমতুজ জোহরা। শিবলি মোহাম্মদ ও শামীম আরা নিপা তাদের নাচের দল নৃত্যাঞ্চলের অর্ধশতাধিক শিল্পীকে নিয়ে পরিবেশন করেছেন একটি মিউজিক্যাল ড্যান্স শো। জয়া চাকমা বাংলাদেশের ফুটবলে প্রথম নারী রেফারি যিনি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। আন্তর্জাতিক এই নারী রেফারিকে নিয়ে থাকছে একটি বিশেষ তথ্যচিত্র। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমীর ৯০জন শিশুশিল্পীর অংশগ্রহণে থাকছে একটি বিশেষ যন্ত্রসংগীত পরিবেশনা। সমাজের নানা অসংগতি আর জীবনের নানা ঘটনা প্রবাহ নিয়ে থাকছে বেশ কিছু নাট্যাংশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।