Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে তিন দিন তানভীর তারেকের ঈদ লাভবক্স

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

এটিএন নিউজে প্রতি শুক্রবার মধ্যরাতের শো ইয়াং নাইট লাভ বক্স দীর্ঘ কয়েকবছর ধরেই উপস্থাপনা করছেন দেশের জনপ্রিয় উপস্থাপক, সঙ্গীতপরিচালক ও লেখক তানভীর তারেক। দেশীয় দর্শকদের একঘেয়েমি সেলিব্রিটিশোর বাইরে এই শোটি দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। অনুষ্ঠানটির আইডিয়া ছিল সংবাদব্যক্তিত্ব মুন্নী সাহার। প্রতি ঈদে ইয়াং নাইট লাভ বক্স দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে ভিন্ন আঙ্গিকে সাজে। তারই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে এবারের বিশেষ লাভবক্স প্রচার হবে ঈদের দিন থেকে পরপর তিন দিন। ঈদের দিন ১২ আগস্ট রাতে তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় বিশেষ লাভবক্সে অতিথি হিসেবে ধাকবেন চলচ্চিত্রের জনপ্রিয় জুটি অনন্ত-বর্ষা। ঈদের দ্বিতীয় দিনের অতিথি হিসেবে থাকছেন মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়া ও অভিনেতা তাসকিন রহমান। ঈদের তৃতীয় দিন তানভীর তারেকের অতিথি হিসেবে আড্ডা দেবেন দেশসেরা কন্ঠশিল্পী-সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ। কখনও গানে, হাস্যরস কিংবা নানান স্মৃতিচারণায় এবারের ঈদের এই বিশেষ আড্ডা প্রচার হবে টানা তিন দিন রাত ১ টা ২০ মিনিটে। একই সময় পরদিন দুপুরে তা পুনপ্রচার করা হবে। ঈদ ¯েপশাল ইয়াং নাইট লাভবক্স এর সঞ্চালক তানভীর তারেক বলেন, প্রচলিত এবং নিয়মিত অনুষ্ঠানের বাইরে কিছু বুদ্ধিদীপ্ত প্রশ্ন দিয়ে সাজিয়েছি এবারের ঈদ আয়োজন। ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তারকাদের ভিন্ন ভিন্ন দিক তুলে আনা হয়েছে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফারুকে আজম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ