রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাশ্মীরে ভারতীয় আগ্রাসন চলছে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে ভারত সরকার কাশ্মীরের ওপর জুলুম অত্যাচার চালাচ্ছে। কাশ্মীরের মুসলমানদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। গত ৪ আগস্ট থেকে দেশটির মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। সারা দেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শত শত নেতৃবৃন্দকে আটক করা হয়েছে। এরই প্রতিবাদে গতকাল নরসিংদীতে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাদ আসর বিক্ষোভ মিছিল করেছে। বাংলাদেশ ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বারীর নেতৃত্বে পৌরসভা চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী রেলস্টেশনে এস শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল বারী। এতে বক্তব্য রাখেন এ সংগঠনের সেক্রেটারি আশরাফ হোসেন ভ‚ইয়া, মাস্টার বজলুল হক, আরিফ বিন মেহের উদ্দিন, ডা. ইদ্রিস আলী, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা আলমগীর হুসাইন ভ‚ইয়া, শ্রমিক নেতা মাসুদুর রহমান, প্রচার সম্পাদক এইচ এম হাবিব, রাকিবুল হাসান, ছাত্রনেতা মেহেদী হাসান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।