Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় কয়েল বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে বিনামূল্যে মশার কয়েল বিতরণ করা হয়। গতকাল শনিবার বেলা ১২টায় মারুফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে পৌরসভা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মারুফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. লাভলু শেখের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন, মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান ল²ী রানী সরকার, ওসি (তদন্ত) মো. জাকারিয়া, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন খান, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু।
এ সময় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল মুন্সি, সামিম দাড়িয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অতিথিরা উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬ হাজার লোকের মাঝে ৬ হাজার প্যাকেট মারুফ মশার কয়েল বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ