রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঈদুল আযহাকে সামনে রেখে সুনামগঞ্জের হাওরপাড়ের কৃষকদের মধ্যে আনন্দ নেই। সরেজমিন জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এ চিত্র। গতকাল সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে দেখা গেছে কৃষকদের করুণ দশা। আগামীকাল সোমবার ঈদ-উল-আযহা। ঈদের কোন প্রস্তুতি নেই কৃষক পরিবারে। ঈদ-উল-আযহার কেমন হচ্ছে? এমন প্রশ্নে হাওরপাড়ের কৃষকরা ফেলছেন দীর্ঘশ্বাস। সুনামগঞ্জ হাওড় এলাকার কৃষি আয়ের ওপর জীবন-জীবিকা অর্থাৎ ছেলে-মেয়েদের লেখাপড়া, সমাজের সামাজিকতা, বিয়ে-সাদি, ঈদ উৎসব পরিবারের সকল ব্যায় বহন হয় একমাত্র কৃষি আয়ের উৎস থেকে।
সদর উপজেলার মোল্লাপাড়া ভবানিপুর গ্রামের সিদ্দেক আলী জানান, কৃষি কাজ করেই জীবনযুদ্ধে নেমেছেন তিনি। এবার বোরো ধানের ফলন মোটামোটি হলেও ধানের মূল্য নেই। এ কারণে পরিবার পরিজনের পরনের কাপড়সহ অন্যান্য খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। কমমূল্যে এখন ধান বিক্রি করে পারিবারের অন্যান্য চাহিদা মেটাতে গেলে আগামীতে ফসল উৎপাদনের খরচ তার হাতে থাকবে না। তিনি আরো জানান, আগামী সোমবার ঈদ। ঈদের কোন কেনাকাটা করার মতো তার হাতে টাকা নেই।
ঝাওযার হাওরপাড়ের বাসিন্দা দিনমজুর হাজেরা বিবি জানান, সামনে ঈদ এসেছে, মানুষের হাতে টাকা পয়সা নেই। কাজ কর্মও নাই। পরপর দুই বার বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ হওয়ায় মানুষের মনে আনন্দ নাই। আমার ঘরেও আনন্দ নাই। এই ইউনিয়নের জালালপুর গ্রমের কৃষক আব্দুল মালিক, জগন্নাথপুর গ্রামের কৃষক আজাদ মিয়ার একই বক্তব্য। একই ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের মুদি দোকানদার বানু কুমার দাস জানান, কৃষকদের হাতে টাকা না থাকায় তার দোকানে বেচাকেনা নেই।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন নাহার রুমা জানান, প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার নির্দশ দেয়া হয়েছে। তিনি আরো জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ও দরিদ্রদের ভিজিএফ কার্ড দেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে যদি কেউ ভিজিএফ কার্ড না পেয়ে থাকেন। এব্যাপরে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।