Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

শতভাগ কারখানায় বেতন-বোনাস দেওয়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৯, ৩:৫৮ পিএম

ঈদ উপলক্ষে শতভাগ পোশাক কারখানায় বেতন-বোনাস দেওয়া হয়েছে বলে দাবি করেছে তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা করা হয়।

বিজিএমইএ জানায়, তৈরি পোশাক কারখানাগুলোর মধ্যে ২৭৮টি কারখানার বেতন-বোনাস দেওয়ার বিষয়ে ঝুঁকিতে ছিল। বিজিএমইএ এই কারখানাগুলো নিবিড়ভাবে মনিটরিং করে। এছাড়া ৪৭টি কারখানার বেতন-বোনাস বিজিএমইএ’র মাধ্যমে দেওয়া হয়।

বিবৃতিতে বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, বেতন-বোনাস দেওয়া হয়নি আমাদের জানামতে এমন কোনো কারখানা নেই। শ্রমিকরা আমাদের পরিবারের অংশ। আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ আনন্দে অংশ নিতে শতভাগ কারখানায় বেতন-বোনাস দেওয়া হয়েছে। পাশাপাশি কারখানাগুলোও ছুটি ঘোষণা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিএমইএ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ