Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত অবৈধভাবে কাশ্মীরের অধিকার কেড়ে নিয়েছে

খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম


ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেছেন, ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন বৃটিশ সরকার নিয়ম করে দিয়েছিল কাশ্মীর একটি স্বাতন্ত্র দেশ, এখানকার জনগণ সর্বদিক থেকে স্বাধীন। এমনকি এখানে কেউ জমিজমা ক্রয়, বহিরাগতরা নাগরিকত্বও নিতে পারবে না।

কিন্তু মোদি সরকার ৩৭০ ধারা পরিবর্তন করে নতুন করে সঙ্কট সৃষ্টি করেছে। কিন্তু ভারতের সংবিধানের ২-এর ক-খ ধারায় উল্লেখ আছে, কোন দেশকে কেন্দ্রীয় সরকারের অধীনে নিতে হলে প্রেসিডেন্ট অর্ডিনেন্স জারি করবে, এবং কাশ্মীরের জনগণের মতামত নিবে। কিন্তু এখানে তা করা হয়নি। সম্পূর্ণ অবৈধভাবে তাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।

তিনি বলেন, কাশ্মীর সঙ্কট শুধু কাশ্মীরেরই নয়, এ সঙ্কট বাংলাদেশেরও। এজন্য বাংলাদেশের জনগণকে প্রতিবাদমুখর হতে হবে। তিনি বলেন, পাকিস্তানীরা যেভাবে আমাদের অধিকার কেড়ে নিয়েছিল, অনুরূপভাবে কাশ্মীরীদের অধিকারও মোদি সরকার কেড়ে নিয়েছে। সেখানে ১৪৪ ধারা জারি করেছে, স্কুল-কলেজ বন্ধ এমনকি ইন্টারনেট বন্ধ করে দিয়ে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করে রেখেছে।

শুক্রবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভারতের বিজেপি সরকার কর্তৃক সংবিধান পরিবর্তন করে কাশ্মীরীদের ন্যায্য অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদে খুলনা নিউমার্কেট বায়তুন নুর কমপ্লেক্স চত্ত¡রে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুজাফ্ফার হোসাইনের সভাপতিত্বে এবং নগর সেক্রেটারি শেখ মুহা. নাসির উদ্দিন, জেলা সেক্রেটারি মুহা. আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভপূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের নগর সহ সভাপতি শেখ হাসান ওবায়দুল করিম, জেলা সহ-সভাপতি মাও. রেজাউল করিম, শেখ জামিল আহমদ, নগর জয়েন্ট সেক্রেটারি আলহাজ মাও. দ্বীন ইসলাম, জেলা জয়েন্ট সেক্রেটারি মাও. মজিবুর রহমান, নগর সাংগঠনিক সম্পাদক জিএম সজীব মোল্লা, নগরসহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, জেলা সাংগঠনিক সম্পাদক মাও. আসাদুল্লাহ হামিদিসহ সাংগঠনিক সম্পাদক মাও. আশরাফুল ইসলাম, নগর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তরিকুল ইসলাম কাবির প্রমুখ নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মাও. মুজাফ্ফার বলেন, কাশ্মীরের মুসলিম রাজনৈতিক নেতাদের গ্রেফতার, গৃহবন্দি, সৈন্য সমাবেশের মাধ্যমে কাশ্মীরে মারাত্মক ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাচ্ছে। জনগণের মৌলিক অধিকার চরম হুমকির মুখে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এ ব্যাপারে বিশ্বনেতাদের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
পরে একটি বিশাল মিছিল শিববাড়ী, পাওয়ার হাউজ হাউস, ডাকবাংলা, পিকচার প্যালেস, থানার মোড়, হাদীস পার্ক হয়ে ফেরিঘাট মোড়ে এসে সমাপ্ত করা হয় এবং জুম্মা বাদ নগরীর মসজিদগুলোতে দোয়া অনুষ্ঠিত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ