বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে গতকাল বাদ জুমা চট্টগ্রামে বিভিন্ন ইসলামি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠি হয়। আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে বিরাট সমাবেশ করে ইসলামি আন্দোলন মহানগরী শাখা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নগর ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতাকামী কাশ্মীরীদের এখন জঙ্গি বলে আখ্যা দিচ্ছে। স্বাধীনতাকামীরা কখনো জঙ্গি হতে পারে না। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাকামীরা পাকিস্তানের বিরুদ্ধে যেমন দেশের জন্য যুদ্ধ করেছে, আজ কাশ্মীরী স্বাধীনতাকামীরাও ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করছে। এ সমস্যা ভারতের অভ্যন্তরীণ বিষয় নয় এটি আন্তর্জাতিক বিষয়। তারা জাতিসংঘের উদ্দেশে বলেন, অবিলম্বে ভারতকে চাপ প্রয়োগ করে কাশ্মীরকে স্বাধীন করুন। সমাবেশে ডা. রেজাউল করীম রেজা, মাওলানা সানাউলাহ নূরী, ওয়ায়েজ হোসাইন ভ‚ঁইয়া, মাওলনা মনসুরুল হক জিহাদী প্রমুখ বক্তব্য রাখেন।
ওলামা-মাশায়েখ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে জমিয়তুল ফালাহ মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন অধ্যক্ষ মাওলানা মিয়া মুহাম্মদ হোছাইন শরীফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দিন, মুহাম্মদ ইলিয়াছ, মকবুল আহমদ প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউরীর মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এদিকে জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বর্বরোচিত হামলা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে ইসলামি ছাত্র সেনা চট্টগ্রাম উত্তর জেলা। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট এম আবু নাছের তালুকদার। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম হায়দার হাসিব। জেলা সভাপতি খ ম জামাল উদ্দীনের সভাপতিত্বে ও রাশেদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সমাবেশে অধ্যক্ষ কাজী মুহাম্মদ আনোয়ারুল ইসলাম খান, এইচ এম মুজিবুল হক শুক্কর, অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ জসীম উদ্দীন তৈয়বী, কাজী মুহাম্মদ আহসানুল আলম, এস এম আবু সাদেক সিটু, আহমদ রেজা প্রমুখ বক্তব্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার। মাওলানা ওবাইদুল মোস্তফা কদমরসূলীর সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মাওলানা এস এম ইয়াসিন হোসাইন হায়দরীর সঞ্চালনায় সমাবেশে অধ্যাপক ড. সৈয়দ জালাল উদ্দিন আযহারী, মাওলানা তহিদুল আলম আলকাদেরী, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।