বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের পিটুনিতে মোহাম্মদ মহসিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার দুপুরে মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহসিন ওই গ্রামের মোল্লা বাড়ীর ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর গ্রামের আমিন উল্যার ছেলে নুর মোহাম্মদ ইয়াছিন ও মিরন এর সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে মহসিনের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে শুক্রবার সকালে স্থানীয় মোহাম্মদপুর জনতা বাজার থেকে মহসিন বাড়ি ফেরার পথে তার ভতিজা নুর মোহাম্মদ ইয়াছিন ও মিরন তার উপর হামলা করে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে দুপুরে মারা যায় মহসিন।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, এ মৃত্যু নিয়ে নানা রকম গুঞ্জন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।