Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

৯ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রামের ভ‚রুঙ্গামারী সোনাহাট স্থল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি ৯ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকার শুক্রবার থেকে ১৭ আগস্ট শনিবার পর্যন্ত বন্ধ থাকবে এই বন্দরের সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম। ১৮ আগস্ট থেকে এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

সোনাহাট স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, ঈদুল আযহা উপলক্ষে শুক্রবার থেকে টানা ৯ দিন দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিষয়ে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ এবং ভারতের গোলকগঞ্জ স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনকে অবহিত করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ