Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে কারেন্ট জাল

পাবনা স্টাফ রিপোর্টার ও চাটমোহর রিপোর্টার : | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

চাটমোহর উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল। চলনবিল অধ্যুষিত এ এলাকায় বিভিন্ন খাল-বিল ও নদ-নদীতে বর্ষার পানি ঢোকার সাথে সাথে এক শ্রেণীর অসাধু মৎস্য শিকারি কারেন্ট জাল, বাদাই জালসহ নানা নিষিদ্ধ সরঞ্জাম দিয়ে মাছ শিকার করেন। আর কারেন্ট জাল, বাদাই জাল বিক্রয় সম্পূর্ন নিষিদ্ধ জেনেও এক শ্রেণীর পাইকারি ব্যবসায়ী কারেন্ট জাল-বাদাই জাল মজুদ করে বিক্রি করছেন। আর উপজেলা মৎস্য দপ্তরের নজরেই নাকি পড়ছে এ সব। এতে বিলুপ্ত হচ্ছে চলনবিলের মিঠা পানির দেশীয় প্রজাতির মাছ। এখন মাছের ডিম ছাড়ার মওসুম। মা মাছ ধরা পড়ছে কারেন্ট জালে।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলার অমৃতকুন্ডা রেলবাজার, নতুনবাজার, মির্জাপুর, শরৎগঞ্জ, ছাইকোলা, হান্ডিয়াল, পার্শ্বডাঙ্গাসহ বিভিন্ন এলাকার হাট-বাজারে শত শত কেজি নিষিদ্ধ কারেন্ট জাল ও বাদাই জাল বিক্রি হয়। এ বছর বর্ষা মৌসুমে এক শ্রেণীর অসাধু মৎস্যজীবী এ জালের ক্রেতা। সবচেয়ে কারেন্ট জাল বেশি বিক্রি হয় মির্জাপুর, রেলবাজার ও শরৎগঞ্জ হাট-বাজারে। খোদ পৌর শহরের পুরাতন বাজারের এবং মির্জাপুর এলাকার বেশ কয়েকজন পাইকারী ব্যবসায়ী কারেন্ট জাল ও বাদাই জাল বিক্রি করছেন। পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে কিনে এনে ক্ষুদ্র বিক্রেতারা প্রতি হাটবারে প্রকাশ্যেই বিক্রি করছেন কারেন্ট জাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ