প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন এর ঈদের বিশেষ পর্ব প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। আগস্ট মাস, শোকের মাস বিধায় এবারের পরিবর্তন একটু ভিন্ন মেজাজে সাজানো হয়েছে। মোট ১৯টি পরিবেশনা রয়েছে এবারের পরিবর্তনে। পরিবর্তনের এবারের পর্বের জন্য তৈরী করা হয়েছে ৩টি নতুন গান। ৩টি গানেই বাংলাদেশ, সম্প্রীতি, এগিয়ে যাওয়ার প্রত্যয়সূচক কথাবার্তা প্রাধান্য পেয়েছে। ‘ধর্ম যার যার উৎসব সবার’ বিষয়কে প্রাধান্য দিয়ে করা একটি গানে বাংলাদেশে বসবাসকারী সকল ধর্মের শিল্পী কলাকুশলী অংশ নিয়েছেন। গানটির কথা লিখেছেন গীতিকবি লিটন অধিকারী রিন্টু। সুজন আরিফ এর সুর ও সংগীত পরিচালনায় গানটি গাইবেন এ প্রজন্মের ৬ জন আলোচিত সংগীতশিল্পী বেলী আফরোজ, বৃষ্টি, পুলক অধিকারী, শাহরিয়ার রাফাত, জুলি এবং বৃষ্টি মুৎসুদ্দী। মেধাবী গীতিকবি জাহিদ আকবরের আশা জাগানিয়া কথায় সুজন আরিফের সুর ও সঙ্গীতে উড়তে থাকো পাখির ডানায় শিরোনামে আরেকটি গান গাইবেন নামের প্রথম অক্ষর ‘ক’ দিয়ে শুরু এই প্রজন্মের তিনজন জনপ্রিয় কন্ঠশিল্পী কিশোর, কর্ণিয়া এবং কণা (বিন্দুকণা)। বাংলাদেশের অপার সৌন্দর্য্য এগিয়ে যাওয়া বাংলাদেশ শিরোনামে জনপ্রিয় গীতিকবি দেলোয়ার আরজুদা শরফ এর লেখা একটি গান গাইবেন বহু বাংলাদেশী বাংলা গানের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক শওকত আলী ইমন, ইবরার টিপু এবং আরফিন রুমি। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। এই প্রথম কোন টেলিভিশন অনুষ্ঠানের জন্য একসাথে তাঁরা গান করছেন। সমসাময়িক বিষয় নিয়ে লেখা ছড়া দিয়ে মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে রয়েছে দর্শক প্রতিযোগিতা পর্ব। এবারের প্রতিযোগিতার বিষয় তথ্যপ্রযুক্তি। নির্বাচিত তিনজন দর্শক এর সঙ্গে এই পর্বে অংশ নিয়েছেন ছোট পর্দার তিন প্রিয়মুখ জ্যোতিকা জ্যোতি, কামাল হোসেন বাবর এবং আয়েশা মুক্তি। নতুন কম্পোজিশনের তিনটি রবীন্দ্র সংগীতের সাথে ইভান শাহরিয়ার সোহাগের পরিচালনায় সোহাগ ড্যান্স ট্র্যুপের সহশিল্পীদের নিয়ে নৃত্য পরিবেশন করবেন এ সময়ের চারজন জনপ্রিয় নৃত্যশিল্পী রুহানী লাবন্য, মিম চৌধুরী, সিনথিয়া ইয়াসমিন এবং বারিশ হক। হজম আলী, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা, খাঁচকাটা খাঁচকাটা, উল্টোচলা, হিট করছে, মমিন-হাতেম, দুইমহিলা, তিন ব্যক্তি, মানিক-রতন, বিয়াই-বিয়াইন প্রভৃতি নিয়মিত পর্বে রয়েছে সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসংগতি ও ত্রুটি বিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙাত্বক ও হাস্য রসাত্মক বিভিন্ন নাট্যাংশ। নাট্যাংশগুলোতে কোরবানীর গোস্ত বন্টন, কোরবানীর পশু, গবাদি পশু মোটাতাজাকরণ পদ্ধতি, ঘুষ লেনদেন ছাড়া পুলিশ নিয়োগ, গুজব, প্রযুক্তির অতি এবং অপব্যবহার, পরনিন্দা পরচর্চা, দুর্নীতি ও বিদেশী অপসংস্কৃতি চর্চা প্রাধান্য পেয়েছে। সাহরিয়ার মোহাম্মদ হাসান-এর প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।