প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলী মাঠে যেমন জনপ্রিয় ছিলেন টিভি পর্দায়ও তাই। জি বাংলার ‘দাদাগিরি’ অনুষ্ঠানের দর্শকরা তার কারিশমা জানেন। একই চ্যানেলের আরেক জনপ্রিয় অনুষ্ঠান ‘বকুল কথা’য় দেখা যাবে দাদা নামে খ্যাত এই ক্রিকেটারকে। অতিথি হিসেবে তিনি জনপ্রিয় সিরিয়ালটিতে অংশ নেবেন। এই প্রথম তিনি কোনও ফিকশন টিভি শোতে অংশ নিলেন। এর আগে তিনি চলচ্চিত্রে কাজ করার অনেকগুলো অফার ফিরিয়ে দিয়েছেন বলে জানা যায়। শেষ পর্যন্ত তিনি একটি বাংলা সিরিয়ালকে সায় দিয়েছেন।
উলেখ্য ‘বকুল কথা’ এবং ‘দাদাগিরি’র শুটিং রাজারহাটে একই সেটে হয়ে থাকে। তবে ‘বকুল কথা’র জন্য সৌরভকে আউটডোরেও শুটিংয়ে অংশ নিতে হয়েছে। সিরিয়ালটির চলতি কাহিনীধারায় উষসী রায় রূপায়িত বকুল পুলিশের হেড কনস্টেবল হিসেবে পাড়ার কিশোরদের একটি ক্রিকেট দলকে নেতৃত্ব দেবে। আর প্রশিক্ষণে অংশ নেবার কোনও এক অংশে মাঠে সৌরভের সঙ্গে তার দেখা হবে বলেও মনে হয়।
ভারতের বাংলা সিরিয়ালগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়গুলোর একটি ‘বকুল কথা’। সরল কাহিনী ও উষসীর অভিনয়ে সিরিয়ালটি টিআরপিতে সেরা পাঁচে আছে। কাহিনীর বকুল মধ্যবিত্ত পরিবারের এক টমবয় মেয়ে; অনাকাক্সি্বত হয়ে এক উচ্চবিত্ত পরিবারের বৌ হয়ে এসে সে নিজের গুণে যোগ্য বৌ হিসেবে প্রতিষ্ঠা পায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।