রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আজ শনিবার। আর একদিন পর সোমবার পালিত হবে পবিত্র ঈদুল আজহা বা কোরবানি দিন। তাই সকল মুসলমানদের কাছে কোরবানির পশু ক্রয় একটি প্রিয় ও ব্যস্ত মূহূর্ত। গতকাল শুক্রবার চট্টগ্রামের চন্দনাইশের হাসিমপুর বাগিচাহাট ছিল জমজমাট কোরবানির পশুহাট। আজ শনিবার কোরবানি পশুহাট বসছে গাছবাড়িয়া খানহাট, দোহাজারির হাজারিহাট আগামীকাল রোববার।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সংলগ্ন চন্দনাইশের হাটগুলোতে আশপাশের এলাকার মানুষ ছাড়াও দূর-দূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতার ভীড় জমে।
যানজট কমাতে প্রশাসন মহাসড়কে কোরবানির পশুর হাট বসতে নিষেধ করে পুলিশং তৎপরতা বৃদ্ধি করেছেন। হাসিমপুর বাগিচাহাট থেকে মোহাম্মদ হামিদ ও নাজিম উদ্দীন জানান, গতকাল শুক্রবার হাসিমপুর বাগিচাহাট ছিল কোরবানি পশু ক্রেতা-বিক্রেতাদের উৎসব মুখর।
আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজাহা পালিত হতে, ইনশাল্লাহ। তাই সবাই কোরবানির পশু কেনার জন্য হাটে-হাটে ঘুরে পছন্দের পশু সংগ্রহ করছেন। চন্দনাইশ উপজেলা ছাড়াও পাশবর্তী বিভিন্ন উপজেলা থেকে ক্রেতা-বিক্রেতারা ভীড় জমায় উপজেলার নির্দিষ্ট হাটে। বিভিন্ন এলাকা থেকে কোরবানি পশু বিক্রেতাগণ সকাল থেকে হাটে কোরবানির পশু বিক্রির জন্য আনতে শুরু করেন।
এ দিকে খানহাটের হক ভান্ডারী স্টোরের মালিক মিছবাহ উদ্দিন সওদাগর কোরবানির বাজার ঘুরে এসে এ প্রতিবেদককে জানান, কোরবানি দিন যতই ঘনিয়ে আসছে ততই কোরবানির পশুর দাম ও ক্রেতার আগ্রহ বাড়ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।