রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চরফ্যাশন উপজেলার চরআইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন হাওলাদার ফেসবুক আইডি থেকে সরকারি প্রজ্ঞাপনের বিরুদ্ধে জনমত চেয়েছেন। এ পরিপেক্ষিতে ভোলা জেলা শিক্ষা অফিসার তাকে বদলীসহ ডিজিটাল আইনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। গতকাল বরিশাল বিভাগের উপ-পরিচালকের কাছে জেলা শিক্ষা অফিসার এই সুপারিশ করেন। জেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার তার সুপারিশ পত্রে উল্লেখ করেন, উক্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন হাওলাদার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত শিক্ষক সমন্বয় বদলী প্রজ্ঞাপনের বিরুদ্ধে জনমত গঠনের উদ্দেশ্যে ফেসবুকে তার নিজস্ব আইডি জনমত গঠনের ট্যাটার্স দিয়েছেন। নিজ ফেসবুক আইডি থেকে এই ট্যাটার্স সরকারি আদেশের সরাসরি বিরুদ্ধাচারণ ও জনমত তৈরির সামিল। প্রধান শিক্ষক আলাউদ্দিন হাওলাদারকে ভোলা জেলার বাইরে প্রশাসনিক বদলীসহ ডিজিটাল আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্যে সুপারিশসহ অনুরোধ করা হল। তার ফেসবুক আইডি থেকে লিখেছেন “সমন্বয় বদলি প্রজ্ঞাপন বাতিলের জন্য মহামান্য হাইকোর্টে রিট করতে চাই, প্রাথমিক শিক্ষক বন্ধুদের মতামত চাই?”
এই ব্যাপারে প্রধান শিক্ষক আলাউদ্দিন হাওলাদার বলেন, আমি সরল মনে লিখেছি, আমার লেখা প্রত্যাহার করে নিয়েছি। চরফ্যাশন উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী বলেন, আইনকে লঙ্গন করার সুযোগ কারো নেই। আইন আইনের গতিতে চলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।