Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুমন্ত স্বামীকে হত্যার অভিযোগ : স্ত্রী আটক

পরকীয়া

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

দিনাজপুরের বিরলে ঘুমন্ত স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক স্ত্রীকে আটক করেছে পুলিশ। পরকীয়া প্রেমের সূত্রধরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।
জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার ধর্মপুর ইউপির ধর্ম্মপুর টিকরীপাড়া গ্রামের মোজাহার আলীর পুত্র ফরহাদুল ইসলাম (২৫) প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে স্ত্রী তৈয়বা বেগম (২০) ও ছেলে মোজাম্মেল (৪) কে সাথে নিয়ে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। গতকাল শুক্রবার সকাল ৬ টার দিকে স্ত্রী তৈয়বা বেগম স্বামী মোজাহার আলী মারা গেছে বলে চিৎকার দিলে আশ-পাশের লোকজন ছুটে আসে এবং ঘর থেকে ফরহাদুলকেক বারান্দায় বের করে নিয়ে এসে দেখে ফরহাদুল মারা গেছে। এসময় তাঁর গোলায় কালো দাগ আছে।

এলাকাবাসী জিজ্ঞাসাবাদে স্ত্রী তৈয়বার কথায় সন্দেহ হলে এলাকাবাসী তাঁকে আটক করে বিরল থানা পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং সেই সাথে এ ঘটনার জড়িত সন্দেহে স্ত্রী তৈয়বাকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। তৈয়বা বেগম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউপি’র চক মাহানপুর গ্রামের নূর ইসলামের কন্যা। প্রায় সাড়ে ৪ বছর পূর্বে ফরহাদুলের সাথে তাঁর বিয়ে হয়। ঐ দম্পত্তির মোজম্মেল নামে ৪ বছর বয়সী এক ছেলে আছে। স্থানীয়রা জানান ফরহাদুলের বাড়িতে একাধিক অপরিচিত লোক যাতায়াত করতো।

বিরল থানার ওসি এটিএম গোলাম রসুল জানান, লাশের সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে ঘুমন্ত স্বামী ফরহাদুলকে হত্যার অভিযোগে স্ত্রী তৈয়বাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়রা প্রেমের জেরধরে ফরহাদুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ