বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : দেশব্যাপী গুপ্তহত্যার প্রতিবাদ ও অবিলম্বে হত্যাকারীদেরকে সনাক্ত করার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সর্বস্তরের নাগরিকের ব্যানারে বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. ফাইমূল হক কিসলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মোবাশ্বেরুল হক জ্যোতি, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, নারী নেত্রী নাসরিন খান লিপি, কৃষকলীগ নেতা বিশ্বজিৎ সাধু , সঙ্গীত শিল্পী শামিমা পারভিন রত্না প্রমুখ।
বক্তারা বলেন, দেশের কোন মানুষ আজ নিরাপদ নয়। এস,পি,র স্ত্রী মিতু, রাবির শিক্ষক, ঝিনাইদহে পুরোহিতসহ সম্প্রতি একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু আসল হত্যাকারীদেরকে এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। আসল হত্যাকারীদের সনাক্ত করতে না পারলে এ ধরণের গুপ্তহত্যা বন্ধ করা যাবে না। তাই সম্প্রতি যে সব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার সঠিক তদন্ত করে হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন কর্মসূচীতে এ সময় শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সমাজকর্মী, মানবাধিকার কর্মী, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।